সর্বশেষ

খেলা

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ

নেপালের জালে গোলবৃষ্টি, হ্যাটট্রিকে উজ্জ্বল প্রীতি

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ১:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল।

বুধবার (২৭ আগস্ট) নেপালের বিপক্ষে ৪-১ গোলের এক দাপুটে জয় তুলে নিয়েছে লাল-সবুজের কিশোরীরা। ম্যাচে জ্বলে ওঠেন সুরভী আকন্দ প্রীতি, করেন দারুণ এক হ্যাটট্রিক।

প্রথমার্ধে অপেক্ষাকৃত ধীরগতির খেলা হলেও ৩৮তম মিনিটে ম্যাচে প্রাণ ফেরান থৈনু মারমা। একক চেষ্টায় প্রতিপক্ষ বক্সে ঢুকে কোনাকুনি শটে জাল খুঁজে পান তিনি, বাংলাদেশকে এনে দেন প্রথম লিড। কিছুক্ষণ পরেই গোলের দেখা পান সুরভী আকন্দ প্রীতি, যা বাংলাদেশকে আরও এগিয়ে নেয়। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে কিছুটা অসাবধানতায় একটি গোল হজম করে বাংলাদেশ, ফলে বিরতিতে দুই দলের স্কোরলাইন দাঁড়ায় ২-১।

দ্বিতীয়ার্ধে নেপাল সমতা ফেরাতে মরিয়া হলেও বাংলাদেশের ডিফেন্স ছিল অত্যন্ত দৃঢ়। সময়ের সঙ্গে সঙ্গে আক্রমণেও বাড়তে থাকে ধার। ৭৬ মিনিটে কর্নার থেকে বল পেয়ে সহজ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন প্রীতি। এরপর ৮৫তম মিনিটে আরেকটি দারুণ গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। শেষদিকে বৃষ্টি নামলে খেলার গতি কিছুটা কমে এলেও, বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যায় আগেভাগেই।

এই জয়ের মাধ্যমে চার ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াল ৯। তবে ফাইনালে যাওয়ার আগে অপেক্ষা করছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ—ভারতের বিপক্ষে লড়াই। প্রথম পর্বে ভারতের কাছে হেরে যাওয়ায় শিরোপা জয়ের জন্য শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।

শেষ রাউন্ডে বাংলাদেশ-ভারত ম্যাচেই নির্ধারিত হবে কার ঘরে যাবে এবারের ট্রফি। উত্তেজনার পারদ তাই ছুঁই ছুঁই করছে চ্যাম্পিয়নশিপের শেষ প্রান্তে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন