ডাকসু ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৭:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ তার রুমমেটকে মারধরের অভিযোগে হাজী মুহাম্মদ মুহসীন হল থেকে বহিষ্কৃত হয়েছেন। একই ঘটনায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে মুহসীন হলের একটি কক্ষে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী রবিউল হক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্র। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
রবিউল জানান, রাত সাড়ে ১২টার দিকে জালাল ঘরে এসে উচ্চস্বরে কথা বলা ও আলো জ্বালানো শুরু করেন। এতে তার ঘুম ভেঙে গেলে তিনি শান্ত থাকার অনুরোধ করেন, কারণ সকালে লাইব্রেরিতে যাওয়ার পরিকল্পনা ছিল তার। এ সময় জালাল উত্তেজিত হয়ে তাকে বহিরাগত ও অবৈধ বলে গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে শারীরিকভাবে আঘাত করেন। রবিউল আত্মরক্ষার চেষ্টা করলেও মারাত্মকভাবে আহত হন।
ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে জালালকে পুলিশে সোপর্দ করা হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে জালালের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।”
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম বলেন, “এ ধরনের নৃশংস আচরণের জন্য জালাল আহমদকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার ছাত্রত্ব বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দীন আহমদ জানান, “ঘটনার বিষয়ে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন ডাকসু নির্বাচনে এ ঘটনার কোনো প্রভাব পড়বে না।”
এদিকে ঘটনার পর মুহসীন হলের শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অনেকেই হল প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন এবং প্রভোস্টের পদত্যাগ দাবি করছেন। এ বিষয়ে প্রক্টর বলেন, “আমি শিক্ষার্থীদের অবস্থান পর্যবেক্ষণ করেছি। তারা যদি উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে নিয়মতান্ত্রিকভাবে তাদের দাবি তুলে ধরেন, তাহলে প্রশাসন বিষয়টি বিবেচনা করবে।”
১৫১ বার পড়া হয়েছে