সর্বশেষ

জাতীয়খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল: ডা. জাহিদ
জুলাইয়ের হত্যা মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
জিগাতলায় হোস্টেল থেকে এনসিপি'র জান্নাতের মরদেহ উদ্ধার
গুম-নির্যাতনের অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ আজ
হাদি হত্যাচেষ্টা: ফয়সালের পালাতে ব্যবহৃত গাড়ি ভাড়ার পেছনের তথ্য ফাঁস
হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশবাসীকে শান্ত থেকে দোয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
সারাদেশসারাদেশে জোরদার ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’
ভেড়ামারা গ্রিড উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণে কুষ্টিয়ার দৌলতপুরে শুক্রবার বিদ্যুৎ বন্ধ থাকবে
নেত্রকোনা সীমান্ত এলাকায় বিদেশি মদ উদ্ধার
চিলমারীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
সিরাজগঞ্জে এনসিপির জেলা কমিটি ঘোষণা, নেতৃত্বে সাবেক বিএনপি নেতারা
আন্তর্জাতিকগাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা
খেলাএমবাপের জোড়া গোলে তালাভেরার বিপক্ষে হাড্ডাহাড্ডি জয়
আইন-আদালত

ডাকসু ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৭:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ তার রুমমেটকে মারধরের অভিযোগে হাজী মুহাম্মদ মুহসীন হল থেকে বহিষ্কৃত হয়েছেন। একই ঘটনায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে মুহসীন হলের একটি কক্ষে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী রবিউল হক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্র। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

রবিউল জানান, রাত সাড়ে ১২টার দিকে জালাল ঘরে এসে উচ্চস্বরে কথা বলা ও আলো জ্বালানো শুরু করেন। এতে তার ঘুম ভেঙে গেলে তিনি শান্ত থাকার অনুরোধ করেন, কারণ সকালে লাইব্রেরিতে যাওয়ার পরিকল্পনা ছিল তার। এ সময় জালাল উত্তেজিত হয়ে তাকে বহিরাগত ও অবৈধ বলে গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে শারীরিকভাবে আঘাত করেন। রবিউল আত্মরক্ষার চেষ্টা করলেও মারাত্মকভাবে আহত হন।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে জালালকে পুলিশে সোপর্দ করা হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে জালালের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।”

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম বলেন, “এ ধরনের নৃশংস আচরণের জন্য জালাল আহমদকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার ছাত্রত্ব বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দীন আহমদ জানান, “ঘটনার বিষয়ে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন ডাকসু নির্বাচনে এ ঘটনার কোনো প্রভাব পড়বে না।”

এদিকে ঘটনার পর মুহসীন হলের শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অনেকেই হল প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন এবং প্রভোস্টের পদত্যাগ দাবি করছেন। এ বিষয়ে প্রক্টর বলেন, “আমি শিক্ষার্থীদের অবস্থান পর্যবেক্ষণ করেছি। তারা যদি উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে নিয়মতান্ত্রিকভাবে তাদের দাবি তুলে ধরেন, তাহলে প্রশাসন বিষয়টি বিবেচনা করবে।”

৩৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন