সীমানা পুনর্নির্ধারণে ইসির শুনানির চতুর্থ ও শেষ দিন চলছে

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৬:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সংসদীয় আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনের (ইসি) চতুর্থ ও শেষ দিনের শুনানি আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে।
সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এ শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে, কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঞ্চালনায় শুনানিতে চারজন নির্বাচন কমিশনারও উপস্থিত রয়েছেন।
শুনানির শেষ দিনে রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর অঞ্চলের আসনসংক্রান্ত দাবি ও আপত্তি শোনা হচ্ছে। সকাল সেশনে পঞ্চগড়-১ ও ২, রংপুর-১, কুড়িগ্রাম-৪, সিরাজগঞ্জ-২, ৫ ও ৬ এবং পাবনা-১ আসনের শুনানি সম্পন্ন হয়। দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত টাঙ্গাইল-৬, জামালপুর-২, কিশোরগঞ্জ-১, সিলেট-১, ফরিদপুর-১ ও ৪, মাদারীপুর-২ ও ৩ এবং শরীয়তপুর-২ ও ৩ আসনের শুনানি হবে।
চারদিনব্যাপী এ প্রক্রিয়ায় মোট ১ হাজার ৭৬০টি দাবি ও আপত্তির শুনানি করছে ইসি। শুনানি শেষে এগুলো পর্যালোচনা করে ৩০০ সংসদীয় আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ৩০ জুলাই ইসি ৩০০ আসনের খসড়া সীমানা প্রকাশ করে। এতে ভোটার সংখ্যার ভারসাম্য আনতে গিয়ে গাজীপুরে একটি আসন বাড়িয়ে মোট ছয়টি করা হয় এবং বাগেরহাটে একটি আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব দেওয়া হয়।
এছাড়া, মোট ৩৯টি আসনের সীমানায় আংশিক পরিবর্তন আনা হয়। সংশোধিত আসনগুলোর মধ্যে রয়েছে—পঞ্চগড়-১ ও ২, রংপুর-৩, সিরাজগঞ্জ-১ ও ২, সাতক্ষীরা-৩ ও ৪, শরীয়তপুর-২ ও ৩, ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯, গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬, নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫, সিলেট-১ ও ৩, ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩, কুমিল্লা-১, ২, ১০ ও ১১, নোয়াখালী-১, ২, ৪ ও ৫, চট্টগ্রাম-৭ ও ৮ এবং বাগেরহাট-২ ও ৩।
গত ১০ আগস্ট পর্যন্ত মোট ৮৩টি আসনের সীমানা নিয়ে নির্বাচন কমিশনে ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তি জমা পড়ে। এই শুনানির মাধ্যমে সেগুলোর নিষ্পত্তি করে চূড়ান্ত গেজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে ইসি।
শুনানি শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
১৪৬ বার পড়া হয়েছে