শাহবাগ মোড়ে আজও প্রকৌশল শিক্ষার্থীদের অবস্থান, আন্দোলন জোরালো

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৩:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক মোড় শাহবাগে ফের অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
তাঁদের দাবি—ডিপ্লোমা প্রকৌশলীদের 'প্রকৌশলী' উপাধি ব্যবহার নিষিদ্ধ, ডিপ্লোমাধারীদের নবম গ্রেডে পদোন্নতি না দেওয়া এবং দশম গ্রেডে চাকরির ক্ষেত্রে শুধুমাত্র স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া নিশ্চিত করতে হবে।
বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা আজ বুধবার সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করবেন বলে মঙ্গলবার রাতে ঘোষণা দেন। এর আগের দিন, মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে তারা শাহবাগ মোড় অবরোধ করে রাখে। এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং জনদুর্ভোগ চরমে ওঠে।
আন্দোলনের প্রেক্ষাপট ও দাবি
প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে একত্রিত হওয়া শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘ ছয় মাস ধরে দাবি জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। আন্দোলনকারীদের অন্যতম নেতা ও সংগঠনের সহসভাপতি শাকিল আহমেদ বলেন, “সরকার আমাদের রাস্তায় নামতে বাধ্য করেছে। আমরা বহুবার সংলাপ চেয়েছি, কিন্তু কোনো কার্যকর সাড়া পাইনি।”
সংগঠনের সভাপতি ওয়ালি উল্লাহ বলেন, “সচিবালয়ে গিয়ে অপেক্ষা করেও কারও সঙ্গে বসতে পারিনি। তাই বাধ্য হয়ে শাহবাগ মোড় অবরোধ করেছি। সরকারের উদাসীনতায় আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে।”
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, সম্প্রতি রংপুরে এক প্রকৌশলীকে আটকে রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
যানজটে দুর্ভোগ
অবরোধের ফলে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও কাঁটাবন এলাকা জুড়ে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। বিশেষ করে অফিস শেষে ঘরমুখী মানুষকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়। শাহবাগ মোড় হয়ে চলাচলকারী গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনগুলো বিকল্প রুট খুঁজে নিতে বাধ্য হয়, অনেক ক্ষেত্রে তা সম্ভবও হয়নি।
শিক্ষার্থীরা জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং প্রয়োজনে যমুনা বাসভবনের দিকেও পদযাত্রা করা হবে।
১২৭ বার পড়া হয়েছে