ইনজুরিতে পারভেজ ইমন, প্রস্তুতি ম্যাচে মাঠ ছাড়লেন খুঁড়িয়ে

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৩:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতীয় দলের ঢাকা পর্বের ফিটনেস ট্রেনিং ও পাওয়ার হিটিং সেশনের পর সিলেটে স্কিল ট্রেনিং চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
এর অংশ হিসেবে মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লাল ও সবুজ দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচে অংশ নিচ্ছেন তারা।
ম্যাচ চলাকালীন ইনজুরিতে পড়েছেন টি-২০ দলের ওপেনার পারভেজ হোসেন ইমন। লাল দলের হয়ে মাঠে নামা ইমন ফিল্ডিংয়ের সময় গোড়ালির চোটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন। মাঠে তাৎক্ষণিকভাবে ফিজিও তার প্রাথমিক চিকিৎসা দেন, পরে ফিজিওর সহায়তায় মাঠ ত্যাগ করেন তিনি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ইমনের ইনজুরি কতটা গুরুতর, তা নিশ্চিত হওয়া যায়নি। পাশাপাশি তিনি পরে ব্যাটিংয়ে নামবেন কি না, সেটিও অনিশ্চিত।
প্রস্তুতি ম্যাচে টস জিতে লাল দল ফিল্ডিং নেয়। প্রথমে ব্যাট করে সবুজ দল ৫ উইকেটে তোলে ২০৩ রানের বড় সংগ্রহ। নাজমুল হোসেন শান্ত ১২ বলে ২৩, সৌম্য সরকার ভালো শুরুর পর আউট হয়ে যান ফিফটির আগে, আর জাকের আলী ২৩ বলে খেলেন ৩৫ রানের কার্যকরী ইনিংস।
১১৯ বার পড়া হয়েছে