নেইমারহীন ব্রাজিলের বিশ্বকাপ বাছাই স্কোয়াড ঘোষণা

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৪:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
২০২৬ বিশ্বকাপের মূল পর্বে ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে ব্রাজিল। তবে বাছাইপর্বের শেষ দুই ম্যাচেও শক্তিশালী দল নিয়েই মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তবে সেই দলে জায়গা হয়নি দলের সবচেয়ে বড় তারকা নেইমারের। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই ফরোয়ার্ড ফেরার সম্ভাবনার কথা থাকলেও সাম্প্রতিক চোটের কারণে তাকে আবারও উপেক্ষা করেছেন কোচ কার্লো আনচেলত্তি।
আগামী সপ্তাহে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বাছাইপর্বের শেষ দুই ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন আনচেলত্তি। দলে একদিকে যেমন রয়েছেন অভিজ্ঞ তারকারা, তেমনি জায়গা পেয়েছেন কয়েকজন উদীয়মান তরুণ প্রতিভাও।
দলে অভিজ্ঞতার প্রতীক হিসেবে আছেন গোলরক্ষক আলিসন, ডিফেন্ডার মারকুইনোস এবং মিডফিল্ডার ক্যাসেমিরো। অন্যদিকে, প্রথমবারের মতো স্কোয়াডে ডাক পেয়েছেন চেলসির তরুণ প্রতিভা এস্তেভাও। জাতীয় দলে জায়গা ধরে রেখেছেন রাফিনহা, রিচার্লিসন, ব্রুনো গুইমারেস এবং লুকাস পাকুয়েতার মতো খেলোয়াড়রাও।
২০২৩ সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের বাইরে থাকা নেইমার সম্প্রতি সান্তোসের হয়ে খেলায় ফিরলেও আবারও উরুর চোটে পড়েছেন। ফলে এই তারকার ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।
ঘোষিত ব্রাজিল দল:
গোলরক্ষক:
আলিসন (লিভারপুল)
বেন্তো (আল-নাসর)
হুগো সাউজা (করিন্থিয়ান্স)
রক্ষণভাগ:
আলেক্সসান্দ্রো রিবেইরো (লিল)
অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো)
কাইও হেনরিক (মোনাকো)
ডগলাস সান্টোস (জেনিত)
ফ্যাব্রিজিও ব্রুনো (ক্রুজেইরো)
গ্যাব্রিয়েল মাগালহায়েস (আর্সেনাল)
মারকুইনোস (পিএসজি)
ভেন্দারসন (মোনাকো)
ওয়েসলি (রোমা)
মধ্যমাঠ:
আন্দ্রে সান্তোস (চেলসি)
ব্রুনো গুইমারেস (নিউক্যাসল)
ক্যাসেমিরো (ম্যানইউ)
জোয়েলিনটন (নিউক্যাসল)
লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হ্যাম)
আক্রমণভাগ:
এস্তেভাও (চেলসি)
গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (আর্সেনাল)
জোয়াও পেদ্রো (চেলসি)
কাইও জর্জ (ক্রুজেইরো)
লুইস হেনরিক (জেনিত)
ম্যাথেউস কুনহা (ম্যানইউ)
রাফিনহা (বার্সেলোনা)
রিচার্লিসন (টটেনহ্যাম) ।
১৩৫ বার পড়া হয়েছে