রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা যুক্তরাষ্ট্রের

সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ ৪:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রোহিঙ্গা সংকটে মানবিক ভূমিকার জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।
দেশটি বলেছে, মিয়ানমারের সহিংসতা ও নিপীড়নের শিকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে উদারতা দেখিয়েছে, তা প্রশংসনীয়।
রবিবার স্থানীয় সময় এক প্রেস বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র টমাস “টমি” পিগট এ মন্তব্য করেন। তিনি বলেন, "যুক্তরাষ্ট্র রোহিঙ্গা ও মিয়ানমারের অন্যান্য জাতিগোষ্ঠীর ওপর চলমান সহিংসতা ও বাস্তুচ্যুতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। একইসঙ্গে আমরা বাংলাদেশ সরকারকে তাদের উদার মানবিক সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।"
বাংলাদেশ ছাড়াও, মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য এশিয়ার অন্যান্য দেশগুলোকেও ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে নতুন করে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগেও প্রায় চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছিল। বর্তমানে কক্সবাজার ও এর আশপাশের ক্যাম্পগুলোতে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা বসবাস করছে। প্রতিবছর সেখানে জন্ম নিচ্ছে প্রায় ৩০ হাজার নতুন শিশু, যা সংকটকে আরও জটিল করে তুলছে।
১৪৯ বার পড়া হয়েছে