সর্বশেষ

জাতীয়

ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ৬:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

আজ সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে শুরু হওয়া এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের পক্ষে অংশ নিচ্ছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

সূত্র জানায়, বৈঠকে দুই দেশের মধ্যে ছয়টি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি, সাংস্কৃতিক বিনিময়, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন, বিআইআইএসএস ও পাকিস্তানি প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারত্ব এবং বাসস ও পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার মধ্যে সমঝোতা।

এছাড়াও, দুই দেশের মান নিয়ন্ত্রণ সংস্থা এবং কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যেও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা চলছে।

বৈঠকে রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও অর্থনীতি, আঞ্চলিক সহযোগিতা এবং বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে। বিশেষ গুরুত্ব পাচ্ছে বাণিজ্য সম্প্রসারণ ও আন্তঃসংযোগ। এ লক্ষ্যে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীও বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং সকালে তিনি বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার সঙ্গে প্রাতঃরাশ বৈঠক করেছেন।

বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার জন্য পাকিস্তানের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা, যুদ্ধের ক্ষতিপূরণ, বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, যৌথ সম্পদের বণ্টন এবং ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে প্রাপ্ত বৈদেশিক সহায়তার পাওনা আদায়ের বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরা হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বৈঠকের বাইরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর রয়েছে ব্যস্ত কূটনৈতিক সূচি। আজ বিকেল ৪টা ১৫ মিনিটে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সফরকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গেও তার সাক্ষাৎ করার কথা রয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার রোববার রাতে বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন