সারাদেশ
স্থায়ী ক্যাম্পাস নির্মাণসহ একাধিক দাবিতে বিক্ষোভে নেমেছেন ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
বিভিন্ন দাবিতে ফেনী ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ফেনী প্রতিনিধি
বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ ৭:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
স্থায়ী ক্যাম্পাস নির্মাণসহ একাধিক দাবিতে বিক্ষোভে নেমেছেন ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের উত্তর অংশে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করেন।
এ ঘটনায় মহাসড়কে উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সরেজমিন দেখা গেছে, শিক্ষার্থীরা শহরের হাজারি রোড থেকে একটি পদযাত্রা বের করে মহাসড়কে এসে অবস্থান নেন। তাদের দাবি— বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, নিজস্ব পরিবহন চালু, ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ এবং বোর্ড অব ট্রাস্টিজে পরিবর্তনসহ বেশ কিছু সংস্কার।
সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা এসব দাবির পক্ষে নানা স্লোগান দিচ্ছেন।
এই প্রতিবেদন লেখার সময় (দুপুর ১২টা ৪৫ মিনিট) পর্যন্ত শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান করছিলেন এবং তাদের বিক্ষোভ চলছিল।
১০৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর