অনূর্ধ্ব-১৫ বালক দলের বিপক্ষে লজ্জাজনক হারে নারী লাল দল

বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ৩:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে বিসিবি অনূর্ধ্ব-১৫ বালক দলের বিপক্ষে ৮৭ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী লাল দল।
শুরুর পর ধসে পড়া ব্যাটিং লাইনআপের ব্যর্থতায় মুখ থুবড়ে পড়ে নিগার সুলতানা জ্যোতির দল।
বুধবার (২০ আগস্ট) বিকেএসপির ৩ নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে অনূর্ধ্ব-১৫ দল ৮ উইকেটে তোলে ১৮১ রান। দলের হয়ে ব্যাট হাতে আলো ছড়ান বায়োজিদ, যিনি ৬৩ বলে করেন ৪৬ রান। এছাড়া আলিফ ৮১ বলে ৪৫ এবং ফাহিম ৬৫ বলে ২০ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে আত্মবিশ্বাসী সূচনা করেছিল নারী লাল দলের দুই ওপেনার শারমিন ও তানজিম। পাওয়ার প্লেতে আসে ৩২ রান। তবে ইনিংসের ১৬তম ওভারে জুটি ভাঙেন আফ্রিদি। শারমিন করেন ৫৪ বলে ২০ রান, আর তানজিম ফেরেন পরের ওভারে, তার ব্যাট থেকে আসে ৪১ বলে ১৬ রান।
এরপরই ধস নামে নারী দলের ইনিংসে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নামেন তিনে কিন্তু রানে যোগ না করেই ফিরেন ডাগআউটে। মিডল অর্ডারে কেউই দাঁড়াতে না পারায় ৯৪ রানেই থেমে যায় নারী লাল দলের ইনিংস।
অনূর্ধ্ব-১৫ দলের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন আদিব, তিনি নিয়েছেন ৩টি উইকেট। এছাড়া আলিফ ও জাহিন ঝুলিতে ভরেছেন ২টি করে উইকেট।
১৪৭ বার পড়া হয়েছে