সর্বশেষ

সারাদেশ

জামায়াতের ৭ নেতাকর্মী হত্যায় অভিযুক্ত মানিক তালুকদার আটক

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি

বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ১২:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মী হত্যা মামলায় কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী ও বসুরহাট পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মানিক তালুকদার (৫৫)কে পুলিশ গ্রেফতার করেছে।

মানিক তালুকদারকে মঙ্গলবার রাতে বসুরহাট পৌরসভার ৬নং ওয়ার্ড থেকে গ্রেফতার করা হয় এবং বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি ওই ওয়ার্ডের আবুল কালামের ছেলে এবং বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার একজন ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, মানিক তালুকদার ২০১৩ সালে সংঘটিত ওই হত্যাকাণ্ডের মামলার আসামি। গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

২০১৩ সালের ১৪ ডিসেম্বর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উপজেলা গেটে আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিহত জামায়াত কর্মী সাইফুল ইসলামের বড় ভাই মো. আমিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে কোম্পানীগঞ্জ থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

এরপর ২৬ সেপ্টেম্বর কোম্পানীগঞ্জে ওই হত্যাকাণ্ডে বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামানসহ মোট ১১২ জনকে আসামি করা হয়। পাশাপাশি কোম্পানীগঞ্জ থানার সাবেক পরিদর্শক মো. শফিকুল ইসলাম, সাবেক উপপরিদর্শক সুধীর রঞ্জন বড়ুয়া, আবুল কালাম আজাদ, শিশির কুমার বিশ্বাস ও উক্যসিং মারমাকেও ওই মামলায় যুক্ত করা হয়।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন