সর্বশেষ

সারাদেশ

নাইক্ষ্যংছড়িতে ড্রাগন বাগানে রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার প্রতিনিধি

রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ১:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের একটি ড্রাগন ফলের বাগান থেকে নুরুল আবছার (২২) নামের এক রোহিঙ্গা যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আবছার কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকের বাসিন্দা এবং পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে কচুবনিয়া এলাকার কুমির প্রজনন কেন্দ্রসংলগ্ন বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আবছারের পরিবার জানায়, শনিবার সকালে অটোরিকশা নিয়ে ঘর থেকে বের হওয়ার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সারারাত খোঁজাখুঁজি ও ফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয় পরিবার। পরদিন সকালে বাগানে তার ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়। তবে এখনও পর্যন্ত তার অটোরিকশা ও মোবাইল ফোন উদ্ধার হয়নি।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, “নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে, দেখে মনে হচ্ছে এটি পূর্বপরিকল্পিত হত্যা। কারা জড়িত—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে, খুব শিগগিরই বিস্তারিত জানা যাবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন