বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি

রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ৯:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় আগামী ১২ ঘণ্টার মধ্যে একটি নতুন লঘুচাপের সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রোববার (১৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
এ সময় দেশের দিনের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে।
আবহাওয়ার সার্বিক পরিস্থিতি
আবহাওয়ার সিনপটিক বিশ্লেষণে বলা হয়েছে, দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্র প্রদেশ উপকূলীয় অঞ্চলে অবস্থানরত একটি পুরনো লঘুচাপ বর্তমানে ছত্তিশগড় ও আশপাশের এলাকায় গুরুত্বহীনভাবে অবস্থান করছে। এ ছাড়া মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, ওড়িশা, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নতুন করে সৃষ্টি হতে যাওয়া লঘুচাপের কারণে সামনের দিনগুলোতেও আবহাওয়া কিছুটা অস্থির থাকতে পারে।
১২৬ বার পড়া হয়েছে