সর্বশেষ

জাতীয়

আগামী ৫ দিন দেশে টানা বৃষ্টির সম্ভাবনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সারা দেশে আগামী পাঁচ দিন টানা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৬ আগস্ট) আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সকাল ৯টা থেকে শুরু করে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

রোববার (১৭ আগস্ট): রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এই চার বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

সোমবার (১৮ আগস্ট): রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এবং অন্যান্য বিভাগে দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার (১৯ আগস্ট): রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী ও ঢাকায় দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বুধবার (২০ আগস্ট): সপ্তাহের শেষদিকে আবারও বৃষ্টির প্রবণতা বাড়বে। রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে অধিকাংশ জায়গায় এবং অন্যান্য বিভাগে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা হাওয়ার পাশাপাশি মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

আবহাওয়ার সিনপটিক বিশ্লেষণে বলা হয়েছে, একটি লঘুচাপ দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্র প্রদেশ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। সেই সঙ্গে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান থেকে উত্তর বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশ ও আসাম পর্যন্ত বিস্তৃত। ফলে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে এবং তা আরও কয়েক দিন অব্যাহত থাকবে।

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন