সর্বশেষ

জাতীয়দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের বৈঠক
শেখ হাসিনার দপ্তর ও গণভবনের খাবারের বিল বাকি আড়াই কোটি
বিশেষ চাহিদাসম্পন্নদের পাশে থাকার অঙ্গীকার তারেক রহমানের
সারাদেশ২১ বছর পর টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি
শেরপুরে জামায়াত নেতার মৃত্যু: তিন দিন পর হত্যা মামলা দায়ের
আন্তর্জাতিকইরানে শাসন পরিবর্তনে ‘সুনির্দিষ্ট লক্ষ্যে’ হামলার পরিকল্পনা ট্রাম্পের
মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশিসহ ২১৮ অবৈধ অভিবাসী আটক
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

সেনা অভিযানে নিহত মগ লিবারেশন পার্টির শীর্ষ সশস্ত্র নেতা

আল-মামুন, খাগড়াছড়ি
আল-মামুন, খাগড়াছড়ি

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ৬:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়ি সদর উপজেলার শান্তিনগর এলাকায় সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলির পর কংচাইঞো মারমা (৩১) নামে মগ লিবারেশন পার্টির একজন গুরুত্বপূর্ণ সশস্ত্র নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

সেনাবাহিনীর অভিযানের সময় কংচাইঞো পালানোর চেষ্টা করে বাড়ির ছাদ থেকে লাফ দেন। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

চিকিৎসক দিপা ত্রিপুরা জানান, কংচাইঞোর শরীরে উপর থেকে পড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

স্থানীয়রা জানান, শান্তিনগরের একটি ভাড়া বাসায় কংচাইঞো পরিবারসহ বসবাস করছিলেন। দেড় বছর ধরে তিনি এখানে থাকলেও নিজেকে বিএসআরএম কোম্পানির কর্মী বলে পরিচয় দিয়েছিলেন। বাড়ির মালিক সুজিত দে জানান, ঘটনার সময় তারা বাসায় ছিলেন না এবং ফিরে এসে দেখেন ভাড়াটিয়ার ঘরে তছনছ অবস্থায় রয়েছে।

নিহত কংচাইঞো মারমা মহালছড়ি উপজেলার অংসাজাই মারমার ছেলে। জানা যায়, তিনি পার্বত্য চট্টগ্রামের উত্তরাঞ্চলে মগ লিবারেশন পার্টির সশস্ত্র শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

এদিকে, সেনাবাহিনীর একটি সূত্র জানায়, মানিকছড়ির গাড়িটানা এলাকা থেকে সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলি, ওয়াকিটকি সেটসহ এক যুবককে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোনের নেতৃত্বে শান্তিনগরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, মৃত্যুর ঘটনার খবর পেয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।

একটি সূত্র আরও জানায়, নিহত ব্যক্তি গত দুই সপ্তাহের মধ্যে খাগড়াছড়িতে অবস্থান নিতে শুরু করে। ধারণা করা হচ্ছে, দলের অন্যান্য সদস্যরাও এলাকায় সক্রিয় রয়েছে।

৪৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন