সারাদেশ
শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে আজ ১৬ আগস্ট দিনাজপুরের হিলি স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
জন্মাষ্টমী উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

দিনাজপুর প্রতিনিধি
শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ৫:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে আজ ১৬ আগস্ট দিনাজপুরের হিলি স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি বাংলা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান। তিনি জানান, “শুভ জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে আজ বন্দরের মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।”
তিনি আরও জানান, আগামী রোববার (১৭ আগস্ট) থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হবে।
প্রসঙ্গত, জন্মাষ্টমী উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করছেন। সরকারি ছুটি ঘোষণার ফলে দেশের বিভিন্ন বন্দর ও দপ্তরে আজ সরকারি কার্যক্রমও সীমিত বা বন্ধ রয়েছে।
১০৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর