সর্বশেষ

জাতীয়

নারী নির্যাতনের অভিযুক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান: আইএসপিআর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫ ১১:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। শুক্রবার (১৫ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রাক্তন সেনা কর্মকর্তার প্রাক্তন স্ত্রীর মাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে সেনাবাহিনী অতি দ্রুত অবগত হয়। উল্লেখ্য, অভিযুক্ত ব্যক্তি আগে একাধিক জটিল অপরাধে দোষী সাব্যস্ত হয়ে চাকরি হারান এবং বর্তমানে জেলে কারাদণ্ড ভোগ করছেন।

আইএসপিআর আরও জানায়, সামাজিক মাধ্যমে অভিযোগ প্রকাশের আগে থেকেই সেনাবাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছিল এবং যথাযথ তদন্ত প্রক্রিয়া শুরু করে। নারীর সামাজিক মর্যাদা ও সংবেদনশীলতার বিষয়টি বিবেচনায় নিয়ে সেনা আইন অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

প্রাথমিক পদক্ষেপ হিসেবে অভিযুক্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে উচ্চপর্যায়ের একটি তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। বর্তমানে, তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের প্রক্রিয়া চলমান।

সেনাবাহিনী থেকে কোনো সদস্যকে বরখাস্ত করলে সাধারণত তার সরকারি সুবিধা প্রদান বন্ধ থাকে। তবে, মানবিক কারণে, অভিযুক্তের সন্তানের এসএসসি পরীক্ষার সময় এই পরিবারের জন্য সাময়িকভাবে সরকারি বাসস্থানে থাকার অনুমতি দেওয়া হয়।

সেনাবাহিনী তার নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলার প্রতি অঙ্গীকারবদ্ধ এবং এ ধরনের নীতিভ্রষ্ট কার্যকলাপের কঠোর নিন্দা জানিয়ে, আইএসপিআর উল্লেখ করে, তাদের সদস্যদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ যথাযথভাবে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন