সর্বশেষ

সারাদেশ

সিলেটে যৌথবাহিনীর অভিযান: উদ্ধার ১২ হাজার ঘনফুট পাথর

সিলেট প্রতিনিধি
সিলেট প্রতিনিধি

বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ ৪:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদা পাথর এলাকা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর উদ্ধারে রাতভর অভিযান চালিয়েছে যৌথবাহিনী।

বুধবার (১৩ আগস্ট) মধ্যরাত থেকে শুরু হওয়া এ অভিযানে ধলাই নদীর তীরবর্তী বিভিন্ন স্থান থেকে প্রায় ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়।

জানা গেছে, উদ্ধার করা পাথরগুলো পুনরায় নদীতে ফেলে দেওয়া হয়েছে এবং পাথর পরিবহনকারী একাধিক ট্রাক আটকে দিয়ে সেগুলোর পাথর জব্দ করেছে প্রশাসন।

এ অভিযানে জেলা প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযানের নেতৃত্বে ছিলেন সিলেটের জেলা প্রশাসনের কর্মকর্তারা।

এর আগে একই দিন সন্ধ্যায় সিলেট সার্কিট হাউজে বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এক জরুরি সমন্বয় সভায় এ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথবাহিনী মোতায়েন রাখারও ঘোষণা দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কিছু অসাধু চক্র সাদা পাথর এলাকা থেকে অবৈধভাবে পাথর লুটপাট করে আসছিল। অভিযানের ফলে স্থানীয়রা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন এবং নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

১৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন