সর্বশেষ

জাতীয়

তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাবেন আসিফ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ৮:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনের সময়ে তিনি অন্তর্বর্তী সরকারে থাকবেন না।

মঙ্গলবার (১২ আগস্ট) নিউইয়র্কভিত্তিক ঠিকানা টিভির খালেদ মুহিউদ্দীনের টকশোতে তিনি এ কথা জানান।

আসিফ মাহমুদ বলেন, “আমি ২০১৮ সাল থেকে রাজনীতিতে যুক্ত আছি। কিন্তু নির্বাচনকালীন সরকারের সদস্য হিসেবে থাকা উচিত নয়।” তাই তফসিল ঘোষণার আগে তিনি সরকার থেকে সরে যাবেন বলে জানান তিনি। তবে তিনি এখনও স্পষ্ট করেননি আগামী নির্বাচনে প্রার্থী হবেন কিনা বা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেবেন কিনা।

টকশোতে আসিফ মাহমুদ আরও জানান, তিনি পতাকাবাহী বা ক্ষমতার মোহে সরকারের সঙ্গে যুক্ত নন, বরং জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে সোচ্চার থাকার জন্যই দায়িত্ব পালন করছেন। তার মতে, এখনও সরকারের বেশ কিছু কাজ বাকি রয়েছে, যেমন স্থানীয় সরকারের সংস্কার প্রস্তাব বাস্তবায়ন, যা শেষ না করলে ঐতিহাসিক দায় থেকে যাবে।

তিনি পাশাপাশি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন রাজনৈতিক শক্তি সক্রিয় রয়েছে। বিশেষ করে জাতীয় পার্টিকে নির্বাচনে আনার জন্য প্রচেষ্টা চলছে এবং এমনকি কিছু আওয়ামী লীগ নেতার সাথেও সমঝোতার পাঁয়তারা চলছে।

স্থানীয় সরকারে নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে নাগরিক সেবায় বিঘ্ন ঘটছে বলে অভিযোগ করে আসিফ মাহমুদ বলেন, “এই পরিস্থিতির দায় পড়ছে আমার ওপর। কিন্তু নির্বাচন আয়োজন করা সরকারের ইচ্ছা থাকলেও বিএনপি ও সহযোগী দলগুলো রাজি নয়।”

মুরাদনগরে মব হামলা, শিক্ষক নিপীড়ন ও চাঁদাবাজির ঘটনায় তার বাবা বিল্লাল হোসেনের নাম সংশ্লিষ্টতার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। তবে আসিফ মাহমুদ এসবকে রাজনৈতিক অপপ্রচার দাবি করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

সর্বশেষ তিনি বলেন, “আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করতে আগ্রহী। স্থানীয় পর্যায়ে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা আমার জন্য সুবিধাজনক নয়, তাই ঢাকা শহরেই আমি রাজনীতির কেন্দ্রবিন্দু করে কাজ করবো।”

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন