সর্বশেষ

সারাদেশ

শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্থবির

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ৫:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে শুরু হওয়া এই অবরোধের ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাসুম আলী জানান, রেলপথে শিক্ষার্থীদের অবস্থানের কারণে আপাতত ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এতে করে ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস জামতৈল স্টেশনে এবং ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস মোহনপুর স্টেশনে আটকে পড়ে।

তিনি আরও জানান, প্রতিদিন এই রেলপথ দিয়ে প্রায় ৩০টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে, যার মধ্যে ১০টি ট্রেনের যাত্রাবিরতি রয়েছে উল্লাপাড়া স্টেশনে। এছাড়া কয়েকটি মালবাহী ট্রেনও এই পথ ব্যবহার করে। শিক্ষার্থীদের অবরোধের কারণে এসব ট্রেনের সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রতিষ্ঠার নয় বছর পরেও শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কোনো অগ্রগতি নেই। ডিপিপি অনুমোদনের দীর্ঘসূত্রিতার প্রতিবাদে তারা এই কর্মসূচিতে অংশ নিতে বাধ্য হয়েছেন।

উল্লাপাড়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের আন্দোলনের সময় রেলস্টেশনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে রেলওয়ে পুলিশ ও স্থানীয় থানা পুলিশের সদস্যরা মোতায়েন করা হয়েছে। ঘটনাটি রেল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে।

অবরোধ কতক্ষণ চলবে, তা নিশ্চিত না হলেও সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, আন্দোলন দীর্ঘায়িত হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন