সর্বশেষ

সারাদেশ

শিবালয়ে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে হত্যা, মেয়ে গ্রেপ্তার

সোহেল রানা, মানিকগঞ্জ
সোহেল রানা, মানিকগঞ্জ

মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ ১:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পারিবারিক বিরোধের জেরে প্যারালাইসিসে আক্রান্ত ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে কাঠের চলা দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর মেয়ের বিরুদ্ধে। ঘটনার পরপরই পুলিশ মেয়েকে গ্রেপ্তার করেছে।

সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চর রঘুনাথপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ময়েন শেখ (৭০) দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে (প্যারালাইসিস) ভুগছিলেন এবং পাবনার সুজানগর উপজেলায় ১৬ শতক জমির মালিক ছিলেন।

শিবালয় থানার ওসি মো. কামাল হোসেন জানান, নিহতের ছেলে থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেছেন, তার বোন হাবেজা বেগম (৩০) দীর্ঘদিন ধরে বাবার জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। ইতোমধ্যে বাবার কাছ থেকে ১২ শতক জমি লিখে নিয়েও অসন্তুষ্ট ছিলেন হাবেজা। প্রায়ই বাবাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলেও অভিযোগ করেন তিনি।


মামলার এজাহারে আরও বলা হয়, সোমবার সন্ধ্যায় হাবেজা বেগম বাবার কাছে জাতীয় পরিচয়পত্র এবং বাকি জমির কাগজপত্র ফেরত চাওয়ার বিষয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে কাঠের চলা দিয়ে আঘাত করেন। আঘাতটি মাথার উদ্দেশে করা হলেও তা গিয়ে পড়ে কাঁধে, তাতেই ময়েন শেখ মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং মঙ্গলবার সকালে হাবেজা বেগমকে গ্রেপ্তার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলাটি তদন্ত করছেন শিবালয় থানার এসআই মো. নজরুল ইসলাম।

২৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন