পাম অয়েলের নতুন দাম নির্ধারণ করা হলো

মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ ৯:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আন্তর্জাতিক বাজারে দাম হ্রাস পাওয়ায় দেশের বাজারে খোলা পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রতি লিটার খোলা পাম অয়েল ১৫০ টাকায় বিক্রি হবে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে এ ঘোষণা দেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের মূল্য হ্রাস পাওয়ায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
আগে প্রতি লিটার খোলা পাম অয়েলের দাম ছিল ১৬৯ টাকা। এখন তা ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ১৯ টাকা কম। তবে বোতলজাত সয়াবিন তেলের দাম পূর্বের মতোই লিটারে ১৮৯ টাকা অপরিবর্তিত থাকবে।
প্রসঙ্গত, দেশের ভোজ্যতেল ব্যবহারের প্রায় ৬০ শতাংশই পাম অয়েলের মাধ্যমে পূরণ করা হয়। ফলে এ মূল্য হ্রাসের সিদ্ধান্তে সাধারণ ভোক্তারা কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
১৩৩ বার পড়া হয়েছে