কুষ্টিয়ায় কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয় ঐক্য পরিষদের প্রতিবাদ: বৃত্তি পরীক্ষায় বৈষম্য বন্ধের দাবি

শনিবার, ৯ আগস্ট, ২০২৫ ১:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বৈষম্য নিরসনের জন্য জোর দাবি জানানো হয়েছে।
আজ (৯ আগস্ট) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সম্প্রতি জারি করা নির্দেশনায় শুধুমাত্র সরকারি বিদ্যালয় ও সংশ্লিষ্ট পরীক্ষাগুলোর শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার সুযোগ দেওয়া হচ্ছে, যা চরম বৈষম্যমূলক।
বক্তারা অভিযোগ করে আরো বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি বিদ্যালয় ও সংশ্লিষ্ট শাখার শিক্ষার্থীদেরই সুযোগ থাকছে। এর ফলে প্রায় ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী, যারা বেসরকারি বিদ্যালয় ও কিন্ডারগার্টেনে পড়াশোনা করে, তারা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এতে মেধা যাচাইয়ের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি হচ্ছে বলে তারা উল্লেখ করেন। বক্তারা বলেন, শিক্ষা দেশের মৌলিক অধিকার, তাই এই বিভাজন অবিলম্বে বন্ধ করতে হবে।
১৭ জুলাই ২০২৫ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই নির্দেশনা জারি করা হয়, যেখানে বলা হয়, কেবলমাত্র সরকারি বিদ্যালয় ও সংশ্লিষ্ট শাখার শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৫ম শ্রেণির ইবতেদায়ি বৃত্তি পরীক্ষায় এই বিভাজন দেখা যায়নি। বক্তারা দাবি করেন, সরকারি ও বেসরকারি শিক্ষার মধ্যে বিভাজন বন্ধ করে, সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, তারা সরকারকে জোর দিয়ে বলেন, বেসরকারি বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের জন্যও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। পাশাপাশি, শিক্ষক প্রশিক্ষণ, উপবৃত্তি চালু ও সরকারি বরাদ্দের আওতায় আনাসহ বিভিন্ন দাবিও তুলে ধরা হয়। তারা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা চালুর নির্দেশনার সঙ্গে এই বৈষম্য দূরীকরণের দাবি করেন। বক্তারা বলেন, সকল শিক্ষার্থীর জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করা সরকারের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।
সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারীরা জানান, ভবিষ্যতে এই দাবিগুলো পূরণ না হলে বৃহত্তর আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করা হবে। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি সমাজের নজরে আনতে ও দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়।
১৬১ বার পড়া হয়েছে