সর্বশেষ

জাতীয়আমি এই এনসিপির অংশ হচ্ছি না: মাহফুজ আলম
হাদির হত্যার প্রধান আসামি ফয়সাল ও সহযোগী ভারতে পলাতক: ডিএমপি
প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
খালেদা জিয়ার অবস্থা গুরুতর, সংকটময় সময় পার করছেন: মেডিকেল বোর্ড
অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়াল এনবিআর
সারাদেশপটুয়াখালী-৪ আসনে বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের মনোনয়নপত্র দাখিল
বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু
দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ ব্যক্তি আটক
ঘাটাইলে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন ওবায়দুল হক নাসির
ইতালি পাচারকালে যুবক হত্যার ঘটনায় দালালদের ফাঁসির দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে খুন নিহত
আন্তর্জাতিকতাইওয়ানের উপকূলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে জাতীয় নির্বাচনের প্রথম ধাপ শুরু
খেলাঅনুশীলনের সময় অসুস্থ হয়ে হাসপাতালে ঢাকার সহকারী কোচ
সারাদেশ

কুষ্টিয়ায় কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয় ঐক্য পরিষদের প্রতিবাদ: বৃত্তি পরীক্ষায় বৈষম্য বন্ধের দাবি

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া প্রতিনিধি

শনিবার, ৯ আগস্ট, ২০২৫ ১:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বৈষম্য নিরসনের জন্য জোর দাবি জানানো হয়েছে। 

আজ (৯ আগস্ট) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সম্প্রতি জারি করা নির্দেশনায় শুধুমাত্র সরকারি বিদ্যালয় ও সংশ্লিষ্ট পরীক্ষাগুলোর শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার সুযোগ দেওয়া হচ্ছে, যা চরম বৈষম্যমূলক।

বক্তারা অভিযোগ করে আরো বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি বিদ্যালয় ও সংশ্লিষ্ট শাখার শিক্ষার্থীদেরই সুযোগ থাকছে। এর ফলে প্রায় ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী, যারা বেসরকারি বিদ্যালয় ও কিন্ডারগার্টেনে পড়াশোনা করে, তারা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এতে মেধা যাচাইয়ের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি হচ্ছে বলে তারা উল্লেখ করেন। বক্তারা বলেন, শিক্ষা দেশের মৌলিক অধিকার, তাই এই বিভাজন অবিলম্বে বন্ধ করতে হবে।

১৭ জুলাই ২০২৫ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই নির্দেশনা জারি করা হয়, যেখানে বলা হয়, কেবলমাত্র সরকারি বিদ্যালয় ও সংশ্লিষ্ট শাখার শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৫ম শ্রেণির ইবতেদায়ি বৃত্তি পরীক্ষায় এই বিভাজন দেখা যায়নি। বক্তারা দাবি করেন, সরকারি ও বেসরকারি শিক্ষার মধ্যে বিভাজন বন্ধ করে, সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, তারা সরকারকে জোর দিয়ে বলেন, বেসরকারি বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের জন্যও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। পাশাপাশি, শিক্ষক প্রশিক্ষণ, উপবৃত্তি চালু ও সরকারি বরাদ্দের আওতায় আনাসহ বিভিন্ন দাবিও তুলে ধরা হয়। তারা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা চালুর নির্দেশনার সঙ্গে এই বৈষম্য দূরীকরণের দাবি করেন। বক্তারা বলেন, সকল শিক্ষার্থীর জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করা সরকারের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।

সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারীরা জানান, ভবিষ্যতে এই দাবিগুলো পূরণ না হলে বৃহত্তর আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করা হবে। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি সমাজের নজরে আনতে ও দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়।

৩১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন