সর্বশেষ

জাতীয়

ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে চাকরি: তদন্তে নামছে সরকার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে সরকারি চাকরি পাওয়া প্রায় ৯০ হাজার ব্যক্তির তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু করেছে সরকার।

যাচাই-বাছাই শেষে ভুয়া তথ্য দিয়ে চাকরি নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।

সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানান তিনি। ফারুক-ই-আজম বলেন, “অনেকেই ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে সরকারি চাকরিতে প্রবেশ করেছেন। তাদের শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি অভিযোগ করেন, “বিগত সময়ে আদালতের নির্দেশনায় অনেক অমুক্তিযোদ্ধাকেও সনদ দেওয়া হয়েছে, যদিও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) থাকা সত্ত্বেও এ ধরনের সিদ্ধান্ত এসেছে। ফলে প্রকৃত মুক্তিযোদ্ধারা বঞ্চনার শিকার হয়েছেন।”
এ অবস্থায় ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দেওয়ার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার শিগগিরই আপিল বিভাগের কাছে সমন্বিত নির্দেশনা চাবে বলেও জানান তিনি।

আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, “মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। রাজনৈতিক কারণে তাদের মধ্যে বিভাজন করা উচিত নয়। এমনকি জেলেও তারা যেন ডিভিশনের সুবিধা পান, তা নিশ্চিত করতে হবে।”

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন