সর্বশেষ

জাতীয়

সরকারের ভালো কাজগুলোও মূল্যায়নের আহ্বান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিনের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ৭:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সরকারের ইতিবাচক দিকগুলো নিয়েও ভাবার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, সরকারের শুধু ভুল ও সীমাবদ্ধতাগুলো নিয়ে আলোচনা না করে, যেসব ভালো উদ্যোগ রয়েছে সেগুলোকেও গুরুত্ব দিয়ে দেখতে হবে।

সোমবার সকালে রাজধানীর এনবিআর ভবনে ‘২০২৫-২৬ কর বছরে আয়কর, মূসক ও কাস্টমস বিষয়ে গৃহীত কার্যক্রম’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। সেমিনেটি আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

ড. সালেহউদ্দিন বলেন, “আমার অনেক জুনিয়র অর্থনীতিবিদ আছেন যারা শুধু নেতিবাচক দিক খোঁজেন। তারা বলেন, এটা নেই, ওটা নেই—কিন্তু সরকারের যেসব ভালো কাজ হচ্ছে, সেগুলোর প্রতিও দৃষ্টি দেওয়া উচিত।”

তিনি স্বীকার করেন, সরকারের ভুল-ত্রুটি থাকতে পারে এবং সমালোচনার মাধ্যমে তা সংশোধনের সুযোগ রয়েছে। তবে একই সঙ্গে তিনি এনবিআরের অর্জিত সুনাম ধরে রাখার ওপর জোর দেন।

অনুষ্ঠানে তিনি ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্ন কার্যক্রমের উদ্বোধন করেন। এ বিষয়ে তিনি বলেন, “ডিজিটাইজেশনের মাধ্যমে কর ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এবার থেকে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইকোনমিক রিপোর্টার্স ইউনিটির (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার মালা, এনবিআরের সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) মুবিনুল কবীর, সদস্য (কর নীতি) বদিউল আলম চৌধুরী এবং সদস্য (মূসক নীতি) মো. আজিজুর রহমান প্রমুখ।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন