সর্বশেষ

জাতীয়

আজও বৃষ্টির সম্ভাবনা, জানালো আবহাওয়া অধিদপ্তর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ৫:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রোববার রাত থেকে রাজধানীতে নেমেছে মুষলধারে বৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবারও থেমে থেমে বৃষ্টি হতে পারে, যদিও দিনের কোনো একসময় বৃষ্টির পরিমাণ কমে আসার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, গতকাল রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৬২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ পরিমাণ বৃষ্টি ‘ভারি বৃষ্টি’র মধ্যে পড়ে, কারণ ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিকে এমন শ্রেণিতে ফেলা হয়। এর বেশি হলে ধরা হয় ‘অতি ভারি বৃষ্টি’।

আবহাওয়া অধিদপ্তর রোববার সন্ধ্যা ৬টায় দেওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা থাকবে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, “রাতেই বেশ খানিকটা বৃষ্টি হয়েছে, তাই আজ সারাদিন হয়তো অত বেশি বৃষ্টি হবে না। তবে থেমে থেমে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকতে পারে।”

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন