সর্বশেষ

আন্তর্জাতিক

তাইওয়ানে ভয়াবহ বৃষ্টি ও ভূমিধস: নিহত ৪, বাস্তুচ্যুত হাজারো

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ৫:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তাইওয়ানের দক্ষিণাঞ্চলে এক সপ্তাহের টানা প্রবল বর্ষণে ব্যাপক বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে, যাতে অন্তত চারজন প্রাণ হারিয়েছেন এবং নিখোঁজ রয়েছেন আরও তিনজন।

পরিস্থিতি মোকাবেলায় সরিয়ে নেওয়া হয়েছে ৫ হাজার ৯০০-এরও বেশি মানুষকে।

দেশটির কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের তথ্য অনুযায়ী, গত সাত দিনে তাইওয়ানের দক্ষিণ পার্বত্য অঞ্চলে ২.৬ মিটার (প্রায় ১০২ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে—যা দ্বীপটির বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ (প্রায় ২.১ মিটার) ছাড়িয়ে গেছে।

জুলাইয়ের শেষ দিকে দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসা নিম্নচাপ ও শক্তিশালী বায়ুপ্রবাহের কারণে এই প্রবল বর্ষণ শুরু হয়। যদিও বৃষ্টি কৃষিখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তবে এবারের অতিবৃষ্টি দক্ষিণাঞ্চলে বিপর্যয় ডেকে এনেছে। ভূমিধস ও বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলোতে।

সরকারি তথ্য অনুযায়ী, এখনো প্রায় দুই হাজারের বেশি মানুষ পার্বত্য গ্রামের বাইরে অবস্থান করছেন। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় উদ্ধারকারীরা সেখানে ওষুধ ও খাবার পৌঁছে দিতে হিমশিম খাচ্ছেন।

তাইনান শহর পরিদর্শনে গিয়ে তাইওয়ানের প্রধানমন্ত্রী চো জং তাই জানান, “আমরা খুব কম সময়ই এত দীর্ঘ ও তীব্র বৃষ্টির মুখোমুখি হই। টাইফুন দানাস চলে যাওয়ার পরও বৃষ্টি থামেনি, যার ফলে দুর্যোগ আরও বেড়েছে।”

কাউশিউং শহরের মেয়র চেন চি-মাই বলেন, “গত এক দশকের মধ্যে এই অঞ্চলে মানুষ সরিয়ে নেওয়ার এটিই সবচেয়ে বড় ঘটনা। আমরা সকলকে অনুরোধ করছি, পাহাড়ি এলাকায় না যাওয়ার জন্য। পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।”

তাইওয়ানের আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছে, সোমবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। তবে পার্বত্য অঞ্চলের জন্য ভূমিধস ও আকস্মিক বন্যার সতর্কতা বহাল থাকবে।

এর আগে জুলাইয়ে শক্তিশালী টাইফুন ‘দানাস’ দ্বীপটির পশ্চিম উপকূলে আঘাত হানে, যেখানে সাধারণত এ ধরনের ঝড় খুব কমই দেখা যায়। দানাসের আঘাতে ৩ হাজারের বেশি বিদ্যুৎ খুঁটি উপড়ে পড়ে এবং তা ছিল কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বিদ্যুৎ অবকাঠামোগত ক্ষতি।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন