সর্বশেষ

খেলা

ডব্লুসিএলে দুর্দান্ত ডি ভিলিয়ার্স, দক্ষিণ আফ্রিকায় শিরোপা আনলেন একাই

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ৭:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লুসিএল)-এ দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নসকে একপ্রকার একার হাতে শিরোপা জেতালেন এবি ডি ভিলিয়ার্স।

ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে তাঁর ৬০ বলে ১২০ রানের ঝড়ো ইনিংস যেন প্রমাণ করে দিল, ৪১ বছর বয়সেও তিনি এখনও পুরোদস্তুর ম্যাচ উইনার।

ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করে পাকিস্তান চ্যাম্পিয়নস ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৯৫ রান। ওপেনার শারজিল খান করেন ৪৪ বলে ৭৬ রান। এছাড়া উমর আমিন ৩৬, আসিফ আলী ২৮ ও শোয়েব মালিক ২০ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস একমাত্র হাশিম আমলার উইকেট হারায়। এরপর জেপি ডুমিনির সঙ্গে ১২৫ রানের জুটি গড়ে দলকে ১৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে দেন ডি ভিলিয়ার্স। ইনিংসের মাঝপথে হ্যামস্ট্রিংয়ের চোট পেলেও খেলা থামাননি ‘মিস্টার ৩৬০’।

এই ইনিংসেই ৪৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ডি ভিলিয়ার্স। তাঁর ইনিংসে ছিল ১২টি চার ও ৭টি ছক্কা। টুর্নামেন্টে এটি ছিল তাঁর তৃতীয় শতক। ফাইনালের আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষেও সেঞ্চুরি করেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, এমন পারফরম্যান্স দেখে দক্ষিণ আফ্রিকান সমর্থকদের আফসোস হওয়াটাই স্বাভাবিক—এমন একজন ব্যাটসম্যান হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে আরও কিছু বছর দিতেই পারতেন।

ফাইনালের ম্যাচসেরা ছাড়াও ডি ভিলিয়ার্স জিতেছেন মাস্টার ব্লাস্টার অব দ্য ম্যাচ, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার এবং গেম চেঞ্জার অব দ্য ম্যাচের পুরস্কার। টুর্নামেন্টে সর্বোচ্চ ৪৩১ রান করে হয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্টও।

পাকিস্তানের শারজিল খান পেয়েছেন ‘ফ্যান ফ্যাভারিট লিজেন্ড’ খেতাব, যা ফাইনালের একমাত্র পুরস্কার যা ডি ভিলিয়ার্সের হাতছাড়া হয়েছে।

চ্যাম্পিয়ন দল দক্ষিণ আফ্রিকা পেয়েছে ২ লাখ মার্কিন ডলার, আর রানার্সআপ পাকিস্তান ১ লাখ ডলার পুরস্কার।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন