জাতীয়
রাজধানীর মহাখালীতে মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে জামান হোসেন (৪০) নামে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের এক কর্মচারী আহত হয়েছেন।
মহাখালীতে হাসপাতালকর্মীকে গুলি, আহত অবস্থায় ভর্তি ঢাকা মেডিকেলে

স্টাফ রিপোর্টার
শনিবার, ২ আগস্ট, ২০২৫ ৮:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর মহাখালীতে মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে জামান হোসেন (৪০) নামে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের এক কর্মচারী আহত হয়েছেন।
শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের পাশেই স্টাফ কোয়ার্টারের কাছে এ ঘটনা ঘটে।
আহত জামান হোসেন হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জামানের ভাই সালাউদ্দিন সজল জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও জামান বাসা থেকে বেরিয়ে স্টাফ কোয়ার্টারের পাশে একটি দোকানে চা পান করছিলেন। হঠাৎ মুখোশ পরা দুই ব্যক্তি কাছে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার ডান চোখের পাশে লাগে।
এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, হামলার কারণ বা কারা এটি ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
১১৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর