নারী কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল, নিশ্চিত অলিম্পিক টিকিট

বুধবার, ৩০ জুলাই, ২০২৫ ৮:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নারী কোপা আমেরিকার সেমিফাইনালে উরুগুয়েকে ৫-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছে ব্রাজিল।
একইসঙ্গে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকেও জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার নারী ফুটবলের পরাশক্তি দলটি।
মঙ্গলবার (২৯ জুলাই) ইকুয়েডরের অলিম্পিক স্টেডিয়ামে একচেটিয়া দাপট দেখিয়ে জয় তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এ জয়ের মধ্য দিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল সেলেসাওরা।
ব্রাজিলের হয়ে দুই গোল করেন ২৪ বছর বয়সী অ্যামান্ডা গুতিয়েরেস। বাকি তিনটি গোল করেন গিও গারবেলিনি, মার্তা এবং দুদিনিয়া।
মেয়েদের কোপা আমেরিকায় ব্রাজিলের আধিপত্য পুরনো কথা। টুর্নামেন্টের ইতিহাসে এখন পর্যন্ত নয়টি আসরের মধ্যে আটবারই চ্যাম্পিয়ন হয়েছে দলটি।
ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া। বাংলাদেশ সময় আগামী শনিবার (২ আগস্ট) দিবাগত রাত ৩টায় অনুষ্ঠিত হবে এই শিরোপা লড়াই। ২০২২ সালের ফাইনালেও কলম্বিয়াকে হারিয়ে ট্রফি জিতেছিল ব্রাজিল।
১৫৪ বার পড়া হয়েছে