সারাদেশ

তিস্তার পানি নামছে, স্বস্তি ফিরছে নদীপাড়ের মানুষদের মাঝে

রংপুর প্রতিনিধি
রংপুর প্রতিনিধি

বুধবার, ৩০ জুলাই, ২০২৫ ৫:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
উজান থেকে নেমে আসা ঢল ও কয়েক দিনের টানা বর্ষণে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করলেও, অবশেষে স্বস্তির খবর মিলেছে।

বুধবার (৩০ জুলাই) সকাল থেকে নদীর পানি ক্রমেই কমতে শুরু করেছে, ফলে নদীপাড়ের মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৬টায় ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি ছিল বিপৎসীমায় (৫২.১৫ মিটার)। তবে তিন ঘণ্টা পর, সকাল ৯টায় তা কমে দাঁড়ায় ৫২.০৭ মিটারে, যা বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচে।

ডালিয়ার পানি পরিমাপক নূরুল ইসলাম জানান, “রাত থেকেই পানি হ্রাস পাচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল থাকলেও উজানের অবস্থা পর্যবেক্ষণে রাখা হচ্ছে, কারণ নতুন করে ভারী বৃষ্টি হলে পানি আবার বাড়তে পারে।”

এর আগের দিন, মঙ্গলবার (২৯ জুলাই) রাতে তিস্তার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছিল। ফলে নদীতীরবর্তী নীলফামারীর ডিমলা ও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মানুষ চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রাত কাটান।

ডিমলার পূর্বখড়িবাড়ী গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, “আমার জমির আমন ধানের চারা পানিতে ডুবে গেছে। এখন পানি কিছুটা কমলেও, যদি আবার বৃষ্টি হয়, তাহলে ক্ষতির আশঙ্কা থেকেই যায়।”

বাইশপুকুর চরের বাসিন্দা আমেনা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতি বছরই আমাদের ক্ষতি হয়। আমরা আর চাই না এই দুর্ভোগ। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নই আমাদের একমাত্র দাবি।”

ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, “বর্তমানে তিস্তার পানি বিপৎসীমার নিচে রয়েছে। বড় ধরনের ঝুঁকি না থাকলেও, পরিস্থিতি নজরে রাখা হচ্ছে এবং সব ধরনের সতর্কতা অব্যাহত আছে।”

এদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) জানায়, এখন পানি কমলেও আগামী ২৪ ঘণ্টায় নতুন করে বৃষ্টি হলে নদীর পানি পুনরায় বাড়ার আশঙ্কা রয়েছে।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন