পাবনায় প্রবীণ অধ্যাপকের উপর দুর্বৃত্তদের হামলা, তছনছ বাড়িঘর

সোমবার, ২৮ জুলাই, ২০২৫ ২:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনা পৌর শহরের কালাচাঁদপাড়ায় নিজ বাড়িতে প্রবীণ শিক্ষক ও অবসরপ্রাপ্ত অধ্যাপক জওহরলাল বসাক তুলশী (৭৭)-এর ওপর প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (২৭ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত জওহরলাল বসাক তুলশী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক অধ্যাপক। দীর্ঘদিন ধরে তিনি কালাচাঁদপাড়ায় একাকী বসবাস করে আসছিলেন। তার পরিবারের অন্য সদস্যরা দেশের বাইরে অবস্থান করছেন।
প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষকের বরাত দিয়ে জানা যায়, দুপুরে বাজার থেকে ফিরে তিনি যখন বাসায় প্রবেশ করেন, তখন আগেই বাড়ির ভেতরে লুকিয়ে থাকা দুই দুর্বৃত্ত তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা প্রথমে তার মুখ চেপে ধরে, এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে দুর্বৃত্তরা বাড়ির আলমারি, আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করে পালিয়ে যায়।
ঘটনার পরপরই প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। যদিও দুর্বৃত্তরা কী নিয়ে গেছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি জওহরলাল বসাক তুলশী। তার ভাষায়, “সব তছনছ করেছে, কিছুই পায়নি। তারা মুখোশ পরে ছিল না। আমি পুলিশকে নিয়ে ঝামেলায় যেতে চাই না।”
প্রতিবেশীরা ধারণা করছেন, তিনি দুর্বৃত্তদের চিনতে পেরেছেন বলেই ভয়ে মুখ খুলছেন না। ঘটনার পর সারাদিন বিষয়টি গোপন থাকলেও সন্ধ্যার দিকে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক তদন্ত শুরু করে।
এ বিষয়ে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি ছিনতাইয়ের ঘটনা। দুর্বৃত্তরা একজন মোবাইল ফোন নিয়ে গেছে। বাড়ির আসবাবপত্রও তছনছ করা হয়েছে। তদন্ত চলছে, এখনও আহত ব্যক্তি কোনো লিখিত অভিযোগ দেননি।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
১৩০ বার পড়া হয়েছে