সারাদেশ

১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধি

রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ৫:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন ও চাকরির শর্ত সংশ্লিষ্ট ১০ দফা দাবিতে আরএকে সিরামিক কারখানার শ্রমিকরা আন্দোলনে নেমেছেন।

রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৬টায় তারা গাজীপুর ইউনিয়নের জৈনা বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভের কারণে মহাসড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয় এবং অসংখ্য যাত্রী অফিসগামী পথে আটকা পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ টিয়ার গ্যাসের পাশাপাশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, সকাল ৭টার দিকে শ্রমিকরা বকেয়া বেতন ও ১০ দফা দাবি আদায় চেয়ে মহাসড়কে বিক্ষোভ শুরু করেন। দুই ঘণ্টার মাথায় তাদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তেজিত হয়।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, “শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। তাই আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করি।”

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন