তারকাদের স্টাইল: রূপচর্চার ১০টি সেরা বিউটি হ্যাক

বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নিজেকে সুন্দর রাখার জন্য সবাই কিছু না কিছু করেন। কিন্তু সিনেমা, মডেলিং কিংবা গ্ল্যামার দুনিয়ার তারকাদের রূপচর্চায় থাকে একটু বেশি যত্ন আর সচেতনতা। কী করেন তারা?
চলুন দেখে নেওয়া যাক বিশ্বের বিখ্যাত তারকাদের রূপচর্চার পছন্দের ১০টি বিউটি সিক্রেট—
১. ওমেগা-৩ তেল
‘আয়রন ম্যান’ খ্যাত হলিউড অভিনেত্রী গুয়েনেথ পাল্ট্রোর মতে, ত্বক উজ্জ্বল ও টানটান রাখতে ওমেগা-৩ তেলের বিকল্প নেই। নিয়মিত ব্যবহারে ত্বক পায় গভীর পুষ্টি।
২. গোসলের আগে চুল আচড়ানো
শোয়ার্ৎসকপ্ফ হেয়ার এক্সপার্ট আর্মিন বলেন, গোসলের আগে চুল ভালোভাবে আচড়ানো জরুরি, বিশেষ করে যারা হেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন তাদের জন্য। এতে চুলের জট খুলবে সহজে, ছিঁড়বেও কম।
৩. নারকেল তেল মানেই চুলের যত্ন
চুলের ডগায় নিয়মিত নারকেল তেল ব্যবহার করেন মার্কিন অভিনেত্রী ব্লেক লাইভলি। শ্যাম্পুর আগে এই পদ্ধতি চুল রাখে মসৃণ, নরম আর প্রাণবন্ত।
৪. সঠিক ফাউন্ডেশন বাছাই
ল’রিয়েল বিউটি এক্সপার্ট মিরিয়ামের পরামর্শ, ফাউন্ডেশন কেনার আগে অবশ্যই ‘স্যাম্পল’ নিয়ে বাসায় গিয়ে মুখে লাগিয়ে মিলিয়ে নিন। ত্বকের সঙ্গে একীভূত হলে তবেই তা সঠিক।
৫. চোখে আইশ্যাডোর খেলা
আপনার চোখের রঙ বুঝে আইশ্যাডোর রঙ বাছাই করুন। নীল চোখে ব্রোঞ্জ বা ব্রাউন, আর বাদামি চোখে নীল কিংবা সেই টোনের শেড ব্যবহার করলে চোখ হবে আরও মোহময়।
৬. নরম ঠোঁটের রহস্য
হালকা লুক পেতে লাল লিপস্টিক দিয়ে ঠোঁটে লাগিয়ে আলতো করে মুছে ফেলুন। তারপর ন্যুড লিপগ্লস লাগান—ঠোঁট দেখাবে প্রাকৃতিক ও কোমল।
৭. পাউডার দুধে ত্বকের যত্ন
সপ্তাহে দুই দিন মুখে ব্যবহার করুন গুঁড়ো দুধ। সাবেক মডেল ক্যামেরন ডিয়াজ জানান, এটি তার ত্বককে করে তোলে নরম, উজ্জ্বল ও মসৃণ।
৮. দিন শুরু হোক ভিটামিন ‘সি’ দিয়ে
সুপারস্টার রিহানার সকালের রুটিনে থাকে লেবুর রস। এটি শুধু শরীর ডিটক্স করে না, বরং ত্বকের ইলাস্টিসিটি বাড়াতে সাহায্য করে কোলাজেন উৎপাদনের মাধ্যমে।
৯. সৌন্দর্যে ডুমুর
শাকিরার সৌন্দর্যের গোপন রহস্য—ডুমুর ফল। এতে ক্যালোরি কম, কিন্তু আঁশ, প্রোটিন ও মিনারেলে ভরপুর। ফলে পেট থাকে ভরা আর শরীর থাকে হালকা।
১০. চোখের ক্লান্তি দূর করতে আলু
চোখের নিচের ফোলাভাব বা ক্লান্তি দূর করতে আলুর পাতলা স্লাইস চোখের ওপর রাখুন ২০ মিনিট। ফল মিলবে দ্রুত—চোখ দেখাবে সতেজ ও আরামদায়ক।
এই টিপসগুলো শুধু তারকাদের জন্য নয়—আপনার রূপচর্চাতেও হতে পারে অনুপ্রেরণা। নিয়মিত যত্ন আর একটু সচেতনতাই এনে দিতে পারে তারকাদের মতো গ্লো!
১১১ বার পড়া হয়েছে