রূপচর্চায় সহজ ৫টি কার্যকরি টিপস

বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ ১১:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
১. ডার্ক সার্কেলের জন্য গ্রিন টি ম্যাজিক
চোখের নিচে কালি দূর করতে গ্রিন টি হতে পারে দুর্দান্ত এক ঘরোয়া সমাধান। দুইটি গ্রিন টি ব্যাগ গরম পানিতে চুবিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিন ২০ মিনিট। এরপর ঠান্ডা ব্যাগ দুটি চোখের ওপর ১৫ মিনিট রেখে দিন। নিয়মিত করলে ক্লান্ত চোখ ফিরে পাবে সতেজতা।
২. ভ্রু সাজাতে পেট্রোলিয়াম জেলি
ভ্রু অবিন্যস্ত হয়ে থাকলে চিন্তার কিছু নেই। আইব্রো শেপ করার আগে সামান্য পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। এরপর আইব্রো ব্রাশ দিয়ে ভালোভাবে আঁচড়ান—ভ্রু থাকবে পরিপাটি ও গঠনে টানা।
৩. লিপস্টিক তুলুন সহজে আমন্ড অয়েল দিয়ে
লিপস্টিক তুলতে মেকআপ রিমুভার দরকার নেই। তুলায় কয়েক ফোঁটা আমন্ড অয়েল নিয়ে হালকা হাতে ঠোঁটে ঘষুন। সহজেই উঠে যাবে সব রঙের লিপস্টিক, ঠোঁটও থাকবে ময়শ্চারাইজড।
৪. চুলের যত্নে নারকেল তেল
দূষণ ও ধুলায় চুল হয়ে পড়ে প্রাণহীন? সমাধান নারকেল তেল। হালকা গরম নারকেল তেল স্ক্যাল্পে ম্যাসাজ করে ৩০ মিনিট রাখুন, তারপর শ্যাম্পু করুন। চুল হবে মসৃণ ও উজ্জ্বল।
৫. ভেতর থেকে সুন্দর ত্বক পেতে পানি পান
সুস্থ ও উজ্জ্বল ত্বকের জন্য সবচেয়ে সহজ অভ্যাস—পানি পান। দিনে অন্তত ৮ গ্লাস পানি খান। পাশাপাশি দিনে দুইবার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুলেই ত্বক থাকবে টানটান ও সতেজ।
১২১ বার পড়া হয়েছে