কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ ৯:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা এলাকায় ট্রেনে কাটা পড়ে আঞ্জুয়ারা খাতুন (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুলাই) দিবাগত রাত ১টার দিকে মোবরকগঞ্জ রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আঞ্জুয়ারা খাতুন উপজেলার ঈশ্বরবা গ্রামের কোরবান আলীর মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন এবং প্রায়ই রেলস্টেশন এলাকায় ঘোরাঘুরি করতেন।
মোবরকগঞ্জ রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার তৌহিদুর রহমান জানান, রাতে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস (ট্রেন নম্বর ৭৪৭)-এর নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে বুধবার সকাল ১০টার দিকে যশোর থেকে জিআরপি (রেলওয়ে পুলিশ) ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। যশোর রেলওয়ে পুলিশের ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
১৩২ বার পড়া হয়েছে