সাজেক-বাঘাইহাট সড়কে পাহাড় ধস: পর্যটক ও যানবাহন চলাচল বন্ধ

বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ ৬:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।
এতে বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর থেকে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে, ফলে সাজেকগামী পর্যটকরা বিপাকে পড়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার গভীর রাতে টানা ভারী বৃষ্টির কারণে নন্দারাম এলাকায় সড়কের ওপর পাহাড় ধসে পড়ে। এতে সড়কটি সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে যায়। ঘটনাস্থলে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারকাজ শুরু করেছেন এবং মাটি সরানোর কাজ করছেন।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুলাল চাকমা জানান, সড়ক খুলে দিতে বড় আকারের এস্কেভেটরের প্রয়োজন। তবে এখন পর্যন্ত প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় উদ্ধারকাজে ধীরগতি দেখা দিয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান, সড়কে একাধিক স্থানে পাহাড় ধসের খবর পাওয়া গেছে। তবে নিরবচ্ছিন্ন যোগাযোগ না থাকায় সঠিক অবস্থা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য, সাজেক ভ্যালি দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় সেখানে থাকা বহু পর্যটক আটকে পড়েছেন এবং নতুন করে কেউ যেতে পারছেন না।
১৪৮ বার পড়া হয়েছে