পদত্যাগ দাবি প্রত্যাখ্যান করলেন শিক্ষা উপদেষ্টা

বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ৮:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর দিয়াবাড়িতে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করাকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।
শিক্ষার্থীদের বিক্ষোভ ও পদত্যাগের দাবির প্রেক্ষিতে তিনি বলেছেন, তাঁর কাজের কোনো ব্যত্যয় হয়েছে বলে তিনি মনে করেন না এবং স্বেচ্ছায় পদত্যাগেরও কোনো পরিকল্পনা তাঁর নেই।
আজ (বুধবার) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমার নিয়োগকর্তা রয়েছেন। যদি তাঁরা মনে করেন আমি ব্যর্থ হয়েছি, তাহলে আমাকে যেতে বললে আমি অবশ্যই যাব।”
এর আগে সোমবার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসসংলগ্ন এলাকায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সরকারি হিসাবে এ ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩২ জন এবং আহত হয়েছেন অন্তত ১৬৫ জন।
এই দুর্ঘটনার পর সরকার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। যদিও অনেক কলেজের শিক্ষার্থীরা পরীক্ষার আগেই স্থগিতাদেশ চাইলেও সরকারের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা আসে রাত পৌনে ৩টায়, যা পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে।
পরদিন (মঙ্গলবার) সচিবালয়ের ভেতরে ও বাইরে শিক্ষার্থীরা ব্যাপক বিক্ষোভ করে। এতে শিক্ষা উপদেষ্টা ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবি তোলেন শিক্ষার্থীরা। ওইদিন সন্ধ্যায় সরকারের পক্ষ থেকে সচিব সিদ্দিক জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয়।
এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, “সচিবকে অব্যাহতির সিদ্ধান্ত একটি ঊর্ধ্বতন কমিটির। আমি সেই প্রক্রিয়ায় যুক্ত ছিলাম না।”
১৩১ বার পড়া হয়েছে