জাতীয়
বিভিন্ন দাবিতে আন্দোলনরত হাজারো শিক্ষার্থী আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সচিবালয়ে প্রবেশ করে বিক্ষোভ করেছেন।
সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ ও ধাওয়া-পাল্টা ধাওয়া

স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ১০:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিভিন্ন দাবিতে আন্দোলনরত হাজারো শিক্ষার্থী আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সচিবালয়ে প্রবেশ করে বিক্ষোভ করেছেন।
বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের ১ নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে পড়ে। এসময় তারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দিতে অগ্রসর হন।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে। এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।
সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত রয়েছে।
১৩৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর