বিমান দুর্ঘটনা: বিএসিএল ক্লাবের গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ

মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ৫:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত ও আহত সকলের প্রতি গভীর শোক ও গভীর সহমর্মিতা প্রকাশ করেছে রাজধানীর গুলশানের বিএসিএল ক্লাব।
এক বিবৃতিতে বিএসিএল ক্লাব সভাপতি এটিএম নিয়ামুল বশির এবং সদস্য হাসান মঞ্জুর উল্লেখ করেন, এই মর্মান্তিক ঘটনায় বিমানটির যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রতীয়মান হয়, যা কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার পরিচয় বহন করে। পুরনো ও অপ্রচলিত বিমান দিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া একটি গাফলতির প্রকাশ, যার ফলশ্রুতিতে একজন পাইলট, শিশুসহ বেশ কয়েকজন শিক্ষিকা সহ অনেক জীবন এক মুহূর্তে ঝরে গেল।
আমরা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। নিহতদের আত্মার শান্তি ও মর্যাদা কামনা করছি, পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা ও উন্নত চিকিৎসা নিশ্চিতের জন্য মহান রাব্বুল আলামীনের নিকট প্রার্থনা করছি। এই শোকের সময়ে তাদের পরিবারের জন্য শক্তির প্রার্থনা করছি।
অপরদিকে, এই অপূরণীয় ক্ষতি পূরণ হওয়া সম্ভব নয়, তবে সরকারের পক্ষ থেকে যথাযথ ক্ষতিপূরণ ও সহায়তা প্রদান করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। দুর্ঘটনায় আক্রান্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছি।
১২৭ বার পড়া হয়েছে