জাতীয়
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় শনাক্ত মরদেহগুলো শিগগিরই পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
শনাক্তের পর মরদেহ দ্রুত হস্তান্তরের ঘোষণা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে

স্টাফ রিপোর্টার
সোমবার, ২১ জুলাই, ২০২৫ ২:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় শনাক্ত মরদেহগুলো শিগগিরই পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, তাদের মরদেহ যথাসম্ভব দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব নয়, তাদের ক্ষেত্রে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করে পরে মরদেহ হস্তান্তর করা হবে।
এ ছাড়া আহতদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন প্রধান উপদেষ্টা স্বয়ং। তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার জন্য জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।
১১৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর