১৭ বছরেই বিশ্ব রেকর্ড গড়লেন ফারহান আহমেদ

শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ১২:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
মাত্র ১৭ বছর বয়সেই ব্যতিক্রমী কীর্তি গড়ে ক্রিকেটবিশ্বে নিজের নাম তুলে ধরলেন ইংলিশ স্পিনার ফারহান আহমেদ।
ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়ে তিনি টি-টোয়েন্টিতে বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ বোলার হিসেবে এই কৃতিত্ব দেখালেন।
শুক্রবার ভাইটালিটি ব্লাস্টের এক ম্যাচে নটিংহ্যামশায়ারের হয়ে খেলতে নামেন ফারহান। প্রতিপক্ষ ল্যাঙ্কাশায়ারের ইনিংসের ২০তম ওভারের শেষ তিন বলে টানা উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক সম্পন্ন করেন তিনি। তার শিকার: লুক উড, টম অ্যাসপিনওয়াল ও মিচেল স্ট্যানলি।
ম্যাচজুড়ে অসাধারণ পারফরম্যান্সে ফারহান ২৫ রান দিয়ে তুলে নেন ৫টি উইকেট। তার এই আগুন ঝরানো বোলিংয়েই ল্যাঙ্কাশায়ারের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১২৬ রানে। জবাবে নটিংহ্যামশায়ার ১৫.২ ওভারে ৬ উইকেট হারিয়ে সহজেই জয় তুলে নেয়।
এই হ্যাটট্রিকের মধ্য দিয়ে ফারহান নটিংহ্যামশায়ারের ইতিহাসেও জায়গা করে নিয়েছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে এটি ক্লাবটির প্রথম হ্যাটট্রিক।
ফারহানের প্রতিভা নতুন নয়। গত মৌসুমেই মাত্র ১৬ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তার। প্রথম মৌসুমেই ১০ উইকেট শিকার করে ইংল্যান্ডের কনিষ্ঠতম বোলার হিসেবে নজির গড়েছিলেন।
১১৩ বার পড়া হয়েছে