সর্বশেষ

জাতীয়

আগামী পাঁচ দিন বৃষ্টির প্রবণতা, তাপমাত্রা উঠানামা করবে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ ৭:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সারা দেশে আগামী ২৪ ঘণ্টা ও পরবর্তী কয়েক দিনে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

টানা কয়েক দিনের মতো সামনের দিনগুলোতেও দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের কিছু স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।


শনিবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে রোববার থেকে দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে, যদিও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সোমবার ও মঙ্গলবারেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এসব দিনে দেশের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলক বেশি থাকবে।

আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে অধিদপ্তর জানায়, পূর্ব উত্তর প্রদেশের ওপর অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে রাজস্থান, হরিয়ানা, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত। এর একটি অংশ বিস্তৃত হয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।

বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে রয়েছে মাঝারি মাত্রায়।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের মধ্যে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। ফলে আগামী সপ্তাহজুড়ে দেশের বেশিরভাগ অঞ্চলে আর্দ্র ও বৃষ্টিমুখর আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে।

২৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন