সারাদেশ

নড়াইলে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

এস এম শরিফুল ইসলাম, নড়াইল 
এস এম শরিফুল ইসলাম, নড়াইল 

বৃহস্পতিবার , ১৭ জুলাই, ২০২৫ ১১:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইল সদর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের খরিফ/২০২৫-২৬ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ফলজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় সদর উপজেলার মুলিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জসীম উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।

উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান জানান, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রতিটি শিক্ষার্থীকে চারটি করে গাছের চারা দেওয়া হয়েছে। বিতরণকৃত চারার মধ্যে ওষধিগাছ হিসেবে নিম এবং ফলজ গাছ হিসেবে বেল, জাম ও কাঁঠাল রয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং নিজেদের হাতে গাছ লাগানোর আগ্রহ সৃষ্টি হবে বলে আশা করছেন আয়োজকরা।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন