সারাদেশ

ঝিনাইদহে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে আলোচনা সভা

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
১৯৭৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মনজুর মোর্শেদ। এছাড়াও উপস্থিত ছিলেন শহিদ রাকিবের পিতা লুৎফর রহমান, মাতা হাফেজা খাতুন, শহিদ সাব্বিরের পিতা আমোদ আলী, ছাত্র প্রতিনিধি সাইদুর রহমান, আবু হুরায়রাসহ বিভিন্ন রাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস, জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্টী চন্দ্র রায়, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আব্দুল আওয়াল, গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক তহুরা খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান ছিল একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলন। শহিদরা জীবন দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে গণতন্ত্র, সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার পথ দেখিয়েছেন।”
তাঁদের আদর্শ অনুসরণ করেই একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া সম্ভব বলেও বক্তারা মত দেন।

আলোচনা শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন