সর্বশেষ

সারাদেশ

আত্মহত্যা প্রতিরোধে ঝিনাইদহে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ১২:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ কর্মশালা।

বুধবার (১৬ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল। কর্মশালাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান। আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান, সহকারী কমিশনার এসএম শাদমান উল আলম এবং প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল।

কর্মশালায় জেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থা, সামাজিক সংগঠন, এনজিও এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, আত্মহত্যা একটি জটিল মানসিক সমস্যা এবং তা প্রতিরোধে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের একসাথে কাজ করার বিকল্প নেই।

তারা আত্মহত্যা প্রতিরোধে স্কুল পর্যায়ে ক্যাম্পেইন চালানো, ব্যাপক প্রচার-প্রচারণা ও কাউন্সেলিং কার্যক্রম চালু করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক, সামাজিক অপরাধ ও পারিবারিক সমস্যা রোধেও একযোগে কাজ করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, শিক্ষা বিস্তার, ধর্মীয় মূল্যবোধ চর্চা ও পরিবারে বন্ধন দৃঢ় করার মাধ্যমে আত্মহত্যার প্রবণতা কমানো সম্ভব। সম্মিলিতভাবে এই সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় কর্মশালায়।

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন