ইসি'র ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হলো আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’

বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ৬:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে অপ্রত্যাশিতভাবে সরিয়ে নেওয়া হয়েছে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’।
সকালে ওয়েবসাইটে প্রবেশের পর দেখা যায়, আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত) নামে তালিকায় থাকা দলের পাশে আর কোনও প্রতীক দেখানো হচ্ছে না।
ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এদিকে, বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রশ্ন উঠে আসছে। মঙ্গলবার ফেসবুকের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’কে আবার শিডিউলভুক্ত করার উদ্যোগের বিষয়ে প্রশ্ন তোলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি লিখেছেন, “অভিশপ্ত ‘নৌকা’ মার্কা আবার শিডিউলে আনার জন্য আইন মন্ত্রণালয়ে কেন পাঠানো হলো? এটি কি সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য অশুভ বার্তা? কার আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হলো? এই মার্কা ফিরিয়ে দিতে চাচ্ছেন কি পরাজিতরা, নাকি অন্য কোনো অজুহাতে?”
প্রসঙ্গত, গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ১২ মে, অন্তর্বর্তী সরকার সব অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন।
ইসি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের পেছনে কি কারণ বা উদ্দেশ্য রয়েছে, তা এখনোOfficialভাবে স্পষ্ট নয়। তবে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় বইছে।
১৬১ বার পড়া হয়েছে