জাতীয়

গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল তিন ভাইবোনের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ৫:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর সূত্রাপুরের কাগজিটোলায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন।

তাদের মধ্যে তিন ভাইবোন—তামিম (১৮), রোকন (১৪) ও আয়েশা (দেড় বছর) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায় রোকন। বুধবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে মারা যায় বড় ভাই তামিম। এর আগে সোমবার রাতেই না ফেরার দেশে চলে যায় তাদের ছোট বোন আয়েশা।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রোকনের শরীরের ৬০ শতাংশ এবং তামিমের ৪২ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে তাদের বাবা রিপন (৪০) ও মা চাঁদনী (৩৫) গুরুতর অবস্থায় হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। রিপনের শরীরের ৬০ শতাংশ এবং চাঁদনীর ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে, তাদের শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে। রাজধানীর সূত্রাপুর কাগজিটোলা এলাকার সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশে একটি পাঁচতলা ভবনের নিচতলায় ভাড়া থাকত এই পরিবারটি। ঘটনার সময় তারা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে।

দগ্ধ রিপনের মামা জাকির হোসেন জানান, বিস্ফোরণের পর আশপাশের ভাড়াটিয়ারা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তিনি ধারণা করছেন, গ্যাস লিকেজ থেকেই এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। পরিবারের আদি বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায়।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন