গুজরাটে গম্ভীরা সেতু ধসে প্রাণ গেল ৯ জনের
বুধবার, ৯ জুলাই, ২০২৫ ৮:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গুজরাট রাজ্যে টানা ভারি বর্ষণের জেরে ধসে পড়েছে গম্ভীরা সেতু। বুধবার (৯ জুলাই) সকালে আনন্দ ও বরোদা জেলার সংযোগকারী এই সেতু ভেঙে পড়লে অন্তত ৯ জন প্রাণ হারান।
দুর্ঘটনার সময় দুটি ট্রাক ও দুটি ভ্যানসহ কয়েকটি যানবাহন নদীতে পড়ে যায়।
স্থানীয় প্রশাসন ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার তৎপরতা শুরু করে। এখনো উদ্ধার কাজ চলমান রয়েছে।
সেতু ধসের কারণে আনন্দ, বরোদা, ভারুচ এবং অঙ্কালেশ্বর জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে এসব এলাকার যাত্রী ও পণ্য পরিবহনে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। কর্তৃপক্ষ বিকল্প সড়ক ব্যবহারের জন্য নির্দেশনা দিচ্ছে।
ঘটনার পর রাজ্যের অবকাঠামো ব্যবস্থাপনার দুর্বলতা নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মোরবি সেতু দুর্ঘটনার রেশ না কাটতেই গম্ভীরা সেতুর বিপর্যয় আবারও রাজ্যের রক্ষণাবেক্ষণ দুর্বলতাকে সামনে এনেছে।
তারা মনে করছেন, উন্নয়নের ‘মডেল রাজ্য’ হিসেবে পরিচিত গুজরাটের এমন অবকাঠামো ভেঙে পড়া শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, অব্যবস্থাপনাকেও দায়ী করা যায়।
২৬০ বার পড়া হয়েছে