সর্বশেষ

জাতীয়

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিতীয় দফার শুল্ক আলোচনা শুরু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৯ জুলাই, ২০২৫ ৬:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২৫ সালের সম্ভাব্য শুল্ক চুক্তি চূড়ান্ত করতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের আমন্ত্রণে দ্বিতীয় দফার আলোচনা শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে।

স্থানীয় সময় বুধবার (৯ জুলাই) থেকে এই আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, যিনি সরাসরি ওয়াশিংটন ডিসিতে উপস্থিত রয়েছেন। ঢাকায় অবস্থান করেই ভার্চুয়ালি আলোচনায় যুক্ত হচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

এ ছাড়া আলোচনায় অংশ নিতে বাণিজ্য সচিব ও এক অতিরিক্ত সচিবসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ইতোমধ্যে ওয়াশিংটনে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

এর আগে গত ২৭ জুন অনুষ্ঠিত হয়েছিল প্রথম দফার আলোচনা। সেখানে আশানুরূপ অগ্রগতি হওয়ায় এবারের আলোচনা থেকে চুক্তির কাঠামো দ্রুত চূড়ান্ত হওয়ার ব্যাপারে বাংলাদেশ আশাবাদী।

উল্লেখ্য, গত ৭ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের ১৪টি দেশের নেতাদের উদ্দেশে শুল্ক হারে পরিবর্তনসংক্রান্ত একটি চিঠি পাঠান। চিঠির পরপরই বাংলাদেশ অন্যতম প্রথম দেশ হিসেবে আলোচনায় এগিয়ে আসে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন